Header Ads

Logo Design by FlamingText.comLogo Design by FlamingText.com

পাঁচ ওয়াক্ত সালাতের পর পালনীয় যিকর-৪

সালাতুল ফজরের পরে পালনীয় যিকর

সুন্নাতের পক্ষে

 সালাতুল ফাজরের পরের দু‘আ


اللَّهُمَّ إنِّيْ أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَعَمَلاً مُتَقَبَّلاً وَرِزْقًا طَيِّبًا
উচ্চারণ: আল্লা-হুম্মা, ইন্নী আস্আলুকা ‘ইল্মান না-ফি‘আন, ওয়া ‘আমালান মুতাক্বাব্বালান ওয়া রিয্ক্বান ত্বাইয়িবান।
অর্থ: “হে আল্লাহ, আমি আপনার কাছে চাচ্ছি কল্যাণকর জ্ঞান, কবুলকৃত আমল ও পবিত্র রিযিক।”


ফজর ও মাগরিবের পরের যিকর

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
উচ্চারণ : লা- ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়া‘হদাহু লা- শারীকা লাহু, লাহুল মুলক, ওয়া লাহুল ‘হামদ, ইউ‘হয়ী ওয়া ইউমীতু (বিইয়াদিহিল খাইরু) ওয়া হুআ ‘আলা- কুল্লি শাইয়িন কাদীর।
অর্থ: “আল্লাহ ছাড়া কোনো মা’বুদ নেই, তিনি একক, তাঁর কোনো শরীক নেই। রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই। তিনিই জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। তাঁর হাতেই সকল কল্যাণ এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।”

ফজর ও মাগরিবের পরের দু‘আ-(৭ বার)

اَللّهُمَّ أَجِرْنِيْ مِنَ النَّارِ
উচ্চারণ: আল্লা-হুম্মা, আজিরনী মিনান না-র।
অর্থ: “হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।”

No comments

Powered by Blogger.