Header Ads

Logo Design by FlamingText.comLogo Design by FlamingText.com

সুন্নাতে রাসূল ﷺ

 
সুন্নাতের পক্ষে

মৃত সুন্নাত পালন করা ও পুনর্জীবিত করার পুরস্কার

আবু হুরাইরা (রা.) বলেন, রাসূলুল্লাহ () বলেছেন :

بَدَأَ الإِسْلامُ غَرِيبًا وَسَيَعُودُ كَمَا بَدَأَ غَرِيبًا فَطُوبَى لِلْغُرَبَاءِ
  “ইসলামের শুরু হয়েছে অনাত্মীয় বান্ধবহীন প্রবাসীর মতো এবং তেমনি আত্মীয়হীন বান্ধবহীন রূপেই ইসলাম ফিরে আসবে। এই বান্ধবহীন স্বজনহীন ইসলামের অনুসারীদের জন্য সুসংবাদ”।

অন্য বর্ণনায় বান্ধবহীন খাঁটি মুসলিমগণের পরিচয় দিয়ে তিনি বলেন:

فَطُوبَى لِلْغُرَبَاءِ الَّذِينَ يُصْلِحُونَ مَا أَفْسَدَ النَّاسُ مِنْ بَعْدِي مِنْ سُنَّتِي
“বান্ধবহীন স্বজনহীন ইসলামের অনুসারীদের জন্য সুসংবাদ যাঁরা আমার পরে মানুষেরা আমার যেসকল সুন্নাত নষ্ট করবে তা ঠিক করবে।”

অন্য একটি দুর্বল সনদের হাদীসে বলা হয়েছে:

مَنْ أَحْيَا سُنَّةً مِنْ سُنَّتِي فَعَمِلَ بِهَا النَّاسُ كَانَ لَهُ مِثْلُ أَجْرِ مَنْ عَمِلَ بِهَا لا يَنْقُصُ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنِ ابْتَدَعَ بِدْعَةً فَعُمِلَ بِهَا كَانَ عَلَيْهِ أَوْزَارُ مَنْ عَمِلَ بِهَا لا يَنْقُصُ مِنْ أَوْزَارِ مَنْ عَمِلَ بِهَا شَيْئًا.
“যদি কেউ আমার একটি সুন্নাতকে জীবিত করে এবং এই পুনর্জীবিত সুন্নাতের উপর মানুষ আমল করে, তাহলে যত মানুষ ঐ সুন্নাতের উপর আমল করবে তাদের সকলের সমপরিমাণ পুণ্য ঐ ব্যক্তি পাবেন, এতে ঐ সুন্নাতটির উপর আমলকারীগণের পুণ্যের কোনো ঘাটতি হবে না। আর যদি কোনো মানুষ কোনো বিদ‘আত (ধর্মের মধ্যে নতুন বিষয়) উদ্ভাবন করে এবং মানুষ ঐ বিদ‘আতটির উপর আমল করে, তাহলে যত মানুষ ঐ বিদ‘আত কাজ করবে তাদের সকলের পাপের সমপরিমাণ পাপ ঐ ব্যক্তি (যে বিদ‘আতটির উদ্ভাবন করে) পাবে,  এতে বিদ‘আত কাজটি যারা করেছে তাদের পাপের কোনো ঘাটতি হবে না।” 

No comments

Powered by Blogger.